Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ইসরাইলকে সমর্থন করে প্রগতিশীল হওয়া যায় না: রাশিদা তালিব

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৫:৫১ পিএম


ইসরাইলকে সমর্থন করে প্রগতিশীল হওয়া যায় না: রাশিদা তালিব

কেউ ইসরাইলের মতো বর্ণবাদী রাষ্ট্রকে সমর্থন করে নিজেকে প্রগতিশীল ভাবতে পারেন না বলে মন্তব্য করেছেন, ফিলিস্তিনে জন্ম নেওয়া মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালিব।

মিশিগান থেকে নির্বাচিত ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন এ মুসলিম এমপি আমেরিকানস ফর জার্টিস ইন প্যালেস্টাইন অ্যাকশন (এজেপি) আয়োজিত সেমিনারে এ কথা বলেন। 

রাশিদা তালিব বলেন, গত আগস্টে ফিলিস্তিনের আবাসিক এলাকায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে ৫ শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যা করে ইসরাইল।

এ ঘটনার জন্য তারা ইসলামি জিহাদ আন্দোলনের ওপর দায় চাপায়। এ ধরনের কাজ তারা সব সময়ই করে আসছে।

রাশিদা তালিব আরও বলেন, এজেপি কেবল ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের কথাই নয়, গোটা বিশ্বে জুলুমের শিকার মনুষদের পক্ষে আমরা কথা বলছে।

আমরা বর্ণবাদী ও বর্বর ইসরাইল সরকারের বিচার চাই এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই। গত বৃহস্পতিবার মিশিগানে এ সভা অনুষ্ঠিত হয়। সূত্র: আরব নিউজ

এবি

Link copied!