Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৫২ পিএম


মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ৬ পুলিশ নিহত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে বন্দুকধারীর গুলিতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত পুলিশ সদস্যরা সেখানে প্রশিক্ষণকেন্দ্রে ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজনই মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

গুলির শব্দ শুনে দুজন পুলিশ কর্মকর্তা সেখানে ছুটে যান। তারাও গুলিবিদ্ধ হন। এই দুজনের মধ্যে একজন নিহত হয়েছেন।

যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেই এলাকা মাদক চোরাচালানের রুট হিসেবে পরিচিত।

জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরেল এ হামলার নিন্দা জানিয়েছে। এ ঘটনায় হতাহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
এ হামলাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন জাকাটেকাসের গভর্নর।

এর আগে গত জানুয়ারিতে জাকাটেকাসের গভর্নরের প্রাসাদের সামনে একটি স্পোর্টস গাড়িতে ১০টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।

২০০৬ সালের ডিসেম্বরে মাদকবিরোধী অভিযান শুরু করেছিল মেক্সিকো সরকার। সেই সময় দেশজুড়ে সহিংসতায় তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। এসব অপরাধের বেশিরভাগকে ‘সংগঠিত অপরাধ’ বলে অভিহিত করেছে মেক্সিকো সরকার।

এবি

Link copied!