Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

হারিকেন ইয়ানের তাণ্ডবে লন্ডভন্ড ফ্লোরিডা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২২, ১০:৪৫ এএম


হারিকেন ইয়ানের তাণ্ডবে লন্ডভন্ড ফ্লোরিডা, নিহত ১২

হারিকেন ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একাংশ। স্থানীয় সময় বিকেল ৩টা ৫ মিনিটে কায়ো কোস্টা দ্বীপে ‍‍`ক্যাটাগরি ৪‍‍` মাত্রার ঝড়টি আছড়ে পড়ে। 

এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। সেখানে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এখন পর্যন্ত ফ্লোরিডার ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বেশ কয়েকটি হাসপাতাল ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে। খবর সিএনএনের।

এছাড়া ফ্লোরিডার জ্যাকসনভিলে আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের সব ফ্লাইট বাতিল হয়েছে। হারিকেনের আঘাতে ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন ইয়ান সম্ভবত ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক হারিকেন (এক ধরনের সামুদ্রিক ঝড়)।

কেন্দ্রীয় জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেন বলেন, প্রাথমিক খবরে বেশকিছু প্রাণহানির ইঙ্গিত পাওয়া গেছে।

হারিকেনটি বুধবার (২৮ সেপ্টেম্বর) ফোর্ট মায়ার্স শহরের কাছে স্থলভাগে আঘাত হানে। এতে ব্যাপক বন্যা, প্রবল বাতাস এবং ঝড়ের তোড় সৃষ্টি হয়।

জরুরি বিভাগের কর্মীরা বাড়িতে আটকে পড়া লোকজনের কাছে পৌঁছানোর জন্য ভেঙে বা উপড়ে পড়া গাছ করাত দিয়ে কেটে পথ করছে। ইয়ানের বেগ কমে সাধারণ গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। 

তবে ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করে দিয়ে বলেছে এটির পরে আবার হারিকেনে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। দপ্তরটি সাউথ ক্যারোলাইনার পুরো উপকূলের জন্য সতর্কতা জারি করেছে।  সূত্র: বিবিসি, সিএনএন

টিএইচ

Link copied!