অক্টোবর ২, ২০২২, ০৩:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
রোববার (২ অক্টোবর) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নিহতদের মধ্যে দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৬৬ জন এবং নর্থ ক্যারোলিনায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হারিকেন ইয়ান যখন আঘাত হানে, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে। অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বহু গাড়ি ভেসে গেছে। ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রচণ্ড বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়টিকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘুর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে ৩ অক্টোবর পুয়ের্তো রিকো এবং ৫ অক্টোবর ফ্লোরিডায় যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ফ্লোরিডা মূলত একটি উপদ্বীপ। মার্কিন এ অঙ্গরাজ্যের একদিকে আটলান্টিক মহাসাগর, অন্যদিকে মেক্সিকো উপসাগর।
এবি