Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হামলা: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০৮:৩১ পিএম


আফগানিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হামলা: নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থিত একটি মসজিদে বোমা হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছন।

বুধবার(৫ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

ইতালির অলাভজনক বেসরকারি সংস্থা ইমার্জেন্সি জানায়,  মসজিদে হামলার পর ২০ জন আহত হয়। এদের মধ্যে দুজন মারা গেছেন।

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ ২৫ জনের মৃত্যু হয়।  

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের দখল নেয় এক সময়ের বিদ্রোহী গোষ্ঠী তালেবান। তারা জানিয়েছিল, দেশে শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বহু মসজিদ এবং বেসামরিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্র: ডন

এবি

Link copied!