Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, ২ ফিলিস্তিনি নিহত

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৮, ২০২২, ০৭:২০ পিএম


পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, ২ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযান পরিচালনার সময় শুরু হওয়া সংঘর্ষে দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

শনিবার (৮ অক্টোবর) উপত্যকার জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, উপত্যকার সশস্ত্র ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক বন্দুকধারীকে গ্রেফতারের অভিযানের সময় ফিলিস্তিনিদের গুলিবর্ষণের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানায়, ইসরায়েলি সেনারা শনিবার (৮ অক্টোবর) ভোরে ক্যাম্পে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গুলি বিনিময়ের আওয়াজ শোনা যায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন এখন গুরুতর অবস্থায় আছেন।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত দুইজনই ১৭ বছর বয়সী কিশোর ছিলেন।

টিএইচ

Link copied!