Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিস্ফোরণে রাশিয়া-ক্রিমিয়া সেতুতে আংশিক ধস: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ০৭:৩৮ পিএম


বিস্ফোরণে রাশিয়া-ক্রিমিয়া সেতুতে আংশিক ধস: নিহত ৩

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী একমাত্র সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেতুটির একটি অংশ ধসে পড়েছে। এরপর থেকে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

সেতুর রেলওয়ে অংশ সন্ধ্যায় আবার খুলবে বলে জানিয়েছে রাশিয়া। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই সেতুর নাম ‘কার্চ ব্রিজ’। এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন। রাশিয়ার তদন্তকারীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কমিটি এক বিবৃতিতে বলেছে, শনিবার (৮ অক্টোবর) সকালে সেতুর গাড়ি চলাচলকারী লেনে একটি ট্রাকে এই বিস্ফোরণ ঘটে। নিহতরা বিস্ফোরিত ট্রাকের কাছে থাকা একটি গাড়ির যাত্রী বলে ধারণা করা হচ্ছে। 

নিহতের মৃতদেহ, দুইজন পুরুষ ও একজন নারী। ইতিমধ্যেই পানি থেকে উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

তদন্তকারীরা রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদর অঞ্চলে নিবন্ধিত ট্রাক এবং এর মালিকের বিবরণও প্রতিষ্ঠা করেছে এবং তার আবাসস্থল অনুসন্ধান শুরু করেছে।

ক্রিমিয়ার গভর্নর সের্জেই আকসাইওনোভ বলেছেন, এ ঘটনায় সড়ক সেতুর দুটি অংশ আংশিক ধসে পড়েছে। তবে সড়ক সেতুটির একপাশের অংশ অক্ষত রয়েছে, কিন্তু ক্ষতি পর্যালোচনার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

টিএইচ

Link copied!