Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভেনেজুয়েলায় বন্যা-ভূমিধস: নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১০, ২০২২, ০৯:০৩ পিএম


ভেনেজুয়েলায় বন্যা-ভূমিধস: নিহত ২২

ভেনেজুয়েলায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধস ও বন্যায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। ৫২ জন নিখোঁজ রয়েছেন৷ উদ্ধারকাজ চলছে৷ প্রাকৃতিক এ দুর্যোগে বিপর্যস্ত লাস তেজেরিয়াস শহরের পরিস্থিতিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করছে সরকার৷

দক্ষিণ অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে৷ বৃষ্টিতে দেশটির এগারো রাজ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে শনিবার রাতে রাজধানী কারাকাস থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর লাস তেজেরিয়াসের পরিস্থিতির ভয়াবহতা অন্য সব অঞ্চলকে ছাড়িয়ে গেছে৷

সানতোস মিশেলেনা পৌর এলাকার রাজধানী লাস তেজেরিয়াসকে ঘিরে রয়েছে পাহাড়৷ শহরের ভেতর দিয়ে বয়ে চলেছে এল প্লাতো নদী৷ প্রবল বর্ষণে একদিকে পাহাড়ে নেমেছে ধস, এতে পাহাড়ি ঢলে ও ময়লা-আবর্জনায় নদীর পানি ঢুকে পড়েছে শহরে৷ ময়লা পানির তোড়ে ভেসে গেছে শহরের অনেক বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান৷

ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ সংবাদ মাধ্যমকে বলেন, লাস তেজেরিয়াস শহরে যা হয়েছে তা এক ট্র্যাজেডি৷ অনেক লোক হারিয়েছি আমরা৷

শনিবার রাতের প্রবল বর্ষণে লাস তেজেরিয়াসের কাছের দুই শহর এল বাইসবল ও লা আগোটাডারও ব্যাপক ক্ষতি হয়েছে৷ তবে সেখানে কতজন মারা গেছেন বা কতজন নিখোঁজ হয়েছেন তা এখনো জানা যায়নি৷

এক বার্তায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ পুরোদমে চলছে৷ তাতে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে ২০ হাজার কর্মীকে বন্যা দুর্গত এলাকায় মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি৷

ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে৷ তাতে শনিবার রাতে তেজেরিয়াসে ভয়াবহ বৃষ্টি শুরুর আগেই অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছিলেন৷ সূত্র : ডয়চে ভেলে

এবি

Link copied!