Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশিদের জন্য রাশিয়ায় বৃত্তি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৩, ২০২২, ০৩:১১ পিএম


বাংলাদেশিদের জন্য রাশিয়ায় বৃত্তি বাড়ছে

রুশ সরকার ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশিদের জন্য ১১০টি বৃত্তি বরাদ্দ দিয়েছে। আগামী বছরের মধ্যে এর সংখ্যা আরো বাড়বে। 

ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখতোভ বুধবার (১৩ অক্টোবর) বিকালে বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ঢাকায় রাশিয়ান হাউসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখতোভ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ঐতিহ্যগতভাবে শক্তিশালী সম্পর্কের ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।

ম্যাক্সিম দোব্রোখতোভ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে ঢাকায় রাশিয়ান হাউস রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বৃত্তি কার্যক্রমের জন্য প্রার্থী বাছাইসহ শিক্ষা কার্যক্রমে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। 

তিনি এ বছরের রাশিয়ান হাউসের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঘটনা এবং পরবর্তী বিশেষ অনুষ্ঠানের কথা তুলে ধরেন।

টিএইচ

Link copied!