Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় পুলিশসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৪, ২০২২, ১২:২৯ পিএম


যুক্তরাষ্ট্রে বন্দুকহামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টা নাগাদ নর্থ ক্যারোলিনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রেলিগে শহরের মেয়র মেরি অ্যান বাল্ড এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।

খবরে বলা হয়, হামলাকারী একজন শ্বেতাঙ্গ কিশোর। সে বেশ লম্বা। তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইট পোস্টে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলির ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা পর হামলাকারী কিশোরকে আটকে ফেলা হয়। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন।

টিএইচ

Link copied!