Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিজ দলে চাপের মুখে বিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৫, ২০২২, ০৫:৪৩ পিএম


নিজ দলে চাপের মুখে বিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী  লিজ ট্রাস গত সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, পাউন্ডের দরপতনসহ নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।

এরইমধ্যে কর কর্তন তার গৃহীত নীতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন তিনি। জেরেমি হান্টকে নতুন অর্থমন্ত্রী করা হয়েছে।

দলের নেতাদের দাবি, লিজ যা করতে চেয়েছেন তাই করার জন্য কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন।

এদিকে, নিজ দল কনজারভেটিভ পার্টির মধ্যেই সমালোচনার শিকার হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রতিশ্রুতি পূরণ দায়িত্ব পালন করে যেতে চান লিজ ট্রাস্ট। গত মাসে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় নেতা নির্বাচিত হন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

এদিকে, নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট ‌‘মিনি বাজেট’র ত্রুটির কথা স্বীকার করেছেন। সামনে কিছু কিছু কর বাড়বে বলেও জানিয়েছেন তিনি। কর কর্তনের বিষয়ে কোয়াসি কোয়ার্টেংয়ের সমালোচনা করেছেন জেরেমি হান্ট। তবে জ্বালানি মূল্যে নিশ্চয়তার বিষয়ে পদক্ষেপ নেওয়ায় কোয়াসির প্রশংসা করেছেন তিনি। জেরেমি হান্ট জানিয়েছেন, সামনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। সূত্র: বিবিসি

এবি

Link copied!