Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘তাইওয়ানে বলপ্রয়োগ না করতে প্রতিশ্রুতিবদ্ধ হবো না’

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০২:৩৯ পিএম


‘তাইওয়ানে বলপ্রয়োগ না করতে প্রতিশ্রুতিবদ্ধ হবো না’

তাইওয়ানে বলপ্রয়োগ না করতে তিনি কখনোই প্রতিশ্রুতিবদ্ধ হবেন না বলে জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রোববার (১৬ অক্টোবর) চীনের কমিউনিস্ট কংগ্রেসে ভাষণে দেওয়ার সময় জিনপিং এমনটি জানান।

চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান সমস্যা সমাধান করা চীনা জনগণের নিজস্ব বিষয়। চীনা জনগণকে একাই এটির সমাধান করতে হবে। আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং প্রচেষ্টার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের চেষ্টা করবো।  কিন্তু বলপ্রয়োগ না করতে কখনই প্রতিশ্রুতিবদ্ধ হবো না।  

তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী ও বাইরের দেশের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে জিনপিং বলেন, মাতৃভূমির পুনর্মিলন অবশ্যই অর্জন করা হবে।  

চীনের কমিউনিস্ট পার্টির এই কংগ্রেসের মধ্যদিয়ে চীনের বর্তমান প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।  তবে তার আগে জিরো কোভিড নীতি, তাইওয়ান ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হবে।  

১৯৪৯ সালে কমিউনিস্টরা ক্ষমতা দখল করার পর তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।  সূত্র: এএফপি

এবি

 

Link copied!