Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইনারগোদারে গোলাবর্ষণ ইউক্রেন বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৯, ২০২২, ০৬:২০ পিএম


ইনারগোদারে গোলাবর্ষণ ইউক্রেন বাহিনীর

ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার (১৯ অক্টোবর) প্রথম প্রহরে ইনারগোদার নগরীতে গোলাবর্ষণ শুরু করেছে। সেখানে জাপোরোঝিয়া পরমানু বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) অবস্থিত। পৌরসভা সামরিক-বেসামরিক প্রশাসন এ কথা জানিয়েছে। খবর তাসের।

ওই প্রশাসন জানায়, ‘ইউক্রেনের সামরিক বাহিনী বর্তমানে বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ইনারগোদারে গোলাবর্ষণ করছে। নগরীর বিভিন্ন অংশ লক্ষ্য করে এ সব হামলা চালানো হচ্ছে।’

ইউক্রেনের এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বা স্থানীয় অবকাঠামোর ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে পৌরসভা সামরিক-বেসামরিক প্রশাসন জানায়, ইউক্রেন বাহিনী জাপোরোঝিয়া এনপিপি লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করেছে। এ সময় তারা যুক্তরাষ্ট্রের তৈরি এম-৭৭৭ কামান ব্যবহার করে।

ইনারগোদার ইউক্রেনের সামরিক বাহিনীর বারংবার হামলার শিকার হচ্ছে। এ নগরীতে জাপোরোঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। আর এটি ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ স্থাপনা।

এসব হামলার ফলে এ কেন্দ্রের কাছের কিছু অবকাঠামোর ক্ষতি হয়েছে। কেন্দ্রটির ছয়টি ইউনিটের সবক’টি বর্তমানে বন্ধ রয়েছে।

টিএইচ

Link copied!