Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ইসরায়েল বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৫, ২০২২, ১১:৫৪ এএম


ইসরায়েল বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদে সংঘর্ষে চার ফিলিস্তিনি নিহত এবং ১৯ জন আহত হয়েছে। ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি ফাতাহ আন্দোলনের একজন মুখপাত্র জানান, মঙ্গলবার সকালে অবৈধভাবে ইসরায়েল বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে। এ সময় সেখানে থাকা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তাদের বাঁধা দেয়। ফলে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ইসরায়েলী সেনাবাহিনী গুলি চালায়।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ঘটনায় তিনজন মারা গেছে। এছাড়া ১৯ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনিজনের অবস্থা গুরুত্বর। নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছে, হামলায় একজন নিরাস্ত্রধারী ব্যক্তি মারা গেছে।

এদিকে রামাল্লায় ইসরায়েলের বাহিনীর গুলিতে আরও একজন মৃত্যুর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এ হামলার ঘটনায় ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। তারা শুধু জানিয়েছে তাদের বাহিনী নাবলুসে কাজ করছে।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতির মাধ্যমে ইসরায়েল সিনাবাহিনীর আগ্রাসন বন্ধ করতে বলেছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এই অক্টোবর পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সূত্র: খবর আল জারিরা

এবি

Link copied!