Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিয়ানমারের কনসার্টে ভয়াবহ বিমান হামলায়, নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৬, ২০২২, ১০:২৪ এএম


মিয়ানমারের কনসার্টে ভয়াবহ বিমান হামলায়, নিহত ৮০

মিয়ানমারের কাচিন প্রদেশে একটি কনসার্টে সামরিক জান্তার বিমান হামলায় ৮০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন।

ভয়াবহ এই হামলার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জেনারেলদের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপি, রয়টার্স ও আলজাজিরার।

গত রোববার সন্ধ্যায় কাচিন ইন্ডিপেন্ডেন্টস অর্গানাইজেশনের (কেআইও) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই কনসার্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাচিন ইন্ডিপেন্ডেন্টস আর্মির কর্মকর্তা, সংগীত ও অভিনয়শিল্পী, জাদে পাথরখনির মালিকসহ শত শত বেসামরিক লোক অংশ নিয়েছিলেন।

গত বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে এটিই সবচেয়ে নৃশংস হামলা।

এআই
 

Link copied!