Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যে কারণে ঋষি সুনাককে শুভেচ্ছা জানাবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৭, ২০২২, ০৩:০৪ পিএম


যে কারণে ঋষি সুনাককে শুভেচ্ছা জানাবেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শুভেচ্ছা জানাবেন না ।

রুশ প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট পুতিন শুভেচ্ছা জানাননি। কারণ ব্রিটেন হচ্ছে রাশিয়ার অবন্ধুসুলভ একটি রাষ্ট্র।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে যেসব দেশ সবচেয়ে বেশি সমর্থন ও সহযোগিতা দিচ্ছে তাদের একটি হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক দায়িত্ব নিয়েই চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছেন। মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনাক।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, ইউক্রেনের জন্য ঋষি সুনাকের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারের সমর্থন ও সংহতি আগের মতই অব্যাহত থাকবে। সূত্র: তাস, স্কাই নিউজ

এবি

Link copied!