Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই পরাগ আগরওয়ালকে বরখাস্ত করলেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ১১:৩৬ এএম


টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই পরাগ আগরওয়ালকে বরখাস্ত করলেন মাস্ক

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনার পর নিয়ন্ত্রণ নিয়েই সিইও পরাগ আগরওয়ালকে বরখাস্ত করলেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী রস গারবারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন।

তিনি বলেন, ‍‍`আমার মনে হয়, আদালত মাস্ককে চুক্তি মেনে চলতে চাপ দিয়েছে। বলতে বাধা নেই যে শুরুতে এ নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল।‍‍`

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর মাস্ক তাৎক্ষণিক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেদ সেগালকে বরখাস্ত করেন।

এরই মধ্যে পরাগ আগরওয়াল সানফ্রান্সিসকোয় অবস্থিত টুইটারের সদর দফতর ছেড়েছেন।

অন্যদিকে ইলন মাস্ক নিজেও এক টুইটে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে এর ভিডিও শেয়ার করে তিনি লেখেন, টুইটার সদর দপ্তরে ঢুকছি... সেটাকে পুরোপুরি বুঝে নেই!

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হঠাৎ সানফ্রান্সিসকোয় অবস্থিত টুইটার সদর দফতরে হাজির হয়েছিলেন ইলন মাস্ক।

টিএইচ

Link copied!