Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য নষ্ট হয়েছে: আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ০৬:২৪ পিএম


বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য নষ্ট হয়েছে: আইএমএফ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আঞ্চলিক প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

রিজিওনাল ইকোনোমিক আউটলুক ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি তাদের এ মতামত তুলে ধরে।

তাতে আরও বলা হয়, করোনার পর পরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশসহ এশিয়ার সব দেশই এরকম ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণের আমদানি কমে গেছে।

এতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ পড়েছে। যে কারণে সামাজিক অস্থিরতার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

এবি

Link copied!