Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হামলার শিকার মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৮, ২০২২, ১১:৩৫ পিএম


হামলার শিকার মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন। হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন। শুক্রবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে পেলোসি বেলছেন, একজন হামলাকারী তাদের স্যান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালান। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।

চলতি মাসের শুরুর দিকে খবর বের হয় যে, ক্যাপিটল হিলের দাঙ্গার সময় ন্যান্সি পেলোসি বলেছিলেন, তিনি ডনাল্ড ট্রাম্পকে সামনে পেলে তাকে শারীরিকভাবে আঘাত করতেন। তবে এর সঙ্গে তার বাড়িতে হামলার কোনো সম্পর্ক কিনা তা এখনও স্পষ্ট নয়।

১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি এবং পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে।

ইএফ

Link copied!