Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কিয়েভসহ ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩১, ২০২২, ০২:৫৬ পিএম


কিয়েভসহ ইউক্রেনজুড়ে রাশিয়ার বিমান হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন এলাকায় সোমবার ভোর থেকে বিমান হামলা শুরু করেছে রাশিয়া।

কিয়েভের প্রশাসন জানিয়েছে, সোমবার ভোর থেকে কিয়েভ, জাপোরিঝিয়া, খারকিভ ও ওদেসা অঞ্চলে ভযাবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো, রুশ হামলায় বিদ্যুৎসহ রাজধানীসহ বিভিন্ন এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ শহরের লোকজনকে বিমান হামলার বিষয়ে সতর্ক করে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

ক্রিমিয়া অঞ্চল থেকে রাশিয়া এ হামলা পরিচালনা করছে বলে ধারনা করা হচ্ছে। ২০১৪ সালে ইউক্রেনের এ অঞ্চলটি রাশিয়া দখল করে নেয়। আনাদোলু

এবি

Link copied!