Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শস্য রপ্তানি করিডোরের সুরক্ষা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২, ২০২২, ০৪:৪৫ পিএম


শস্য রপ্তানি করিডোরের সুরক্ষা চান জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের শস্য রপ্তানি করিডোরকে ব্যাহত করার যেকোনো রাশিয়ান প্রচেষ্টার প্রতি বিশ্বকে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে একটি ভিডিওবার্তায় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, তুরস্ক এবং জাতিসংঘের কাজের জন্য ব্যবহৃত জাহাজগুলো এখনো কার্গোসহ ইউক্রেনীয় বন্দর থেকে সরে যাচ্ছে। কিন্তু শস্য করিডোরের জন্য একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা প্রয়োজন।

জেলেনস্কি বলেন, রাশিয়াকে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে যে, আমাদের খাদ্য রপ্তানি ব্যাহত করার যে কোনো পদক্ষেপের জন্য এটি বিশ্ব থেকে কঠোর প্রতিক্রিয়া পাবে।এখানে সমস্যাটি স্পষ্টভাবে লাখ লাখ মানুষের জীবন নিয়ে প্রশ্ন।

তাই রাশিয়ার বিষয় খাদ্য রপ্তানিতে বাধা না দিতে পারে সে বিষয় বিশ্ববাসীর দৃষ্টি আকার্ষণ করেছেন জেলেনস্কি। সূত্র: আলজাজিরা

এবি

Link copied!