নভেম্বর ৪, ২০২২, ০২:৫৫ পিএম
বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম। গত ১ মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল আবারও সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এতে দেশটির মুদ্রা ডলারের দর বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে বিনিয়োগকারীদের কাছে নন-ইল্ডিং ধাতুর আবেদন হ্রাস পেয়েছে।
স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬২৬ দশমিক ৪৯ ডলারে। এর আগে দরপতন হয় ১ শতাংশ। সবমিলিয়ে গত ২৮ সেপ্টেম্বরের পর মূল্যবান ধাতুটির দর সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি তা বিক্রি হয়েছে ১৬৩০ দশমিক ৩০ ডলারে।
শিকাগো ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার বিশেষজ্ঞ ফিলিপ স্ট্রেইবল বলেন, শিগগিরই স্বর্ণের বাজারে আমি ইতিবাচক কিছু দেখছি না। ফেড যতক্ষণ পর্যন্ত সুদের হার বাড়াতে থাকবে, ততক্ষণ বুলিয়ন মার্কেটে অস্থিরতা বিরাজ করবে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।
গত বুধবার ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ায় ফেড। এ নিয়ে চতুর্থ দফায় একই পথে হাঁটল তারা। তাতে স্বর্ণের দাম কমেছে। কারণ, ডলারের দর বেড়ে গেছে। ইউএস মুদ্রা সূচক ১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে।
এবি