Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইতালিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৭, ২০২২, ০৯:৫৩ পিএম


ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইতালিতে বিক্ষোভ

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ইতালির রাজধানী রোমের রাজপথে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অবসান ঘটানোর জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনেরও দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন যাতে দেশটির শ্রমিক ইউনিয়নের নেতারা এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ছিলেন। এছাড়া, বহু সংখ্যক ছাত্র ও মানবাধিকার কর্মীও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা রংধনু রঙের পতাকা বহন করেন এবং তাতে "শান্তি চাই, সহিংসতা নয়" এমন স্লোগান লেখা ছিল। এছাড়া “ইউক্রেনকে যথেষ্ট অস্ত্র দেয়া হয়েছে, আমরা যুদ্ধ চাই না, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়, কূটনীতি কোথায়”-এমন ধরনের নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা।

এই বিক্ষোভে ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং ফাইভ স্টার পার্টির নেতা জিসেপে কোন্তে উপস্থিত ছিলেন। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!