নভেম্বর ১০, ২০২২, ০৯:২৪ পিএম
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ এবং অস্থিতিশীলতা তৈরি ইরানি জাতির ব্যাপারে শত্রুদের দুটি কৌশলগত ভুল।
ইরানের বিরুদ্ধে এই দুই কৌশল সবসময় ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
বার্তা সংস্থা ইরনা জানায়, প্রেসিডেন্ট রায়িসি বৃহস্পতিবার (১০ নভেম্বর) তেহরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পকদাশত শহরে এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে তিনি বলেন, শত্রুদের নিষেধাজ্ঞা আরোপ করার নীতি ব্যর্থ হয়েছে। একইসঙ্গে দেশকে অস্থিতিশীল করার নীতিও নিষেধাজ্ঞার মতোই ব্যর্থ হয়ে গেছে।
রায়িসি বলেন, শত্রুরা চায় জনগণ যেন সেবা না পায়, দেশের উন্নয়ন ও অগ্রগতি যেন না হয়। ইরানের তরুণ প্রজন্মের ছেলে-মেয়েরা যেন জ্ঞান-বিজ্ঞানের উচ্চ অবস্থানে গিয়ে সেবা করতে না পারে এবং তাদের আশা যেন হতাশায় পরিণত হয়।
প্রেসিডেন্ট রায়িসি আরও বলেন, শত্রুরা চায় না ইরানি বিজ্ঞানীরা জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহন করুক এবং পশ্চিম এশিয়ায় নেতৃত্ব দিক। সাইয়্যেদ রায়িসি বলেন: শত্রুরা জনগণের মাঝে হতাশা তৈরি করতে চায়। কিন্তু ইসলামী বিপ্লব মানুষকে আশা দেয়। ইরানের সমাজে হতাশা তৈরি করার চেষ্টা শত্রুদের একটি ভ্রান্ত কৌশল বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রায়িসি। সূত্র: পার্সটুডে
এবি