Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পিটিআইয়ের লংমার্চ ফের শুরু

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২২, ১০:৫৬ এএম


পিটিআইয়ের লংমার্চ ফের শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বৃহস্পতিবার থেকে আবার ইসলামাবাদ অভিমুখে লংমার্চ শুরু করেছে। খবর ডন–এর।

আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছিলেন ইমরান খান। এরপর গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) সেই লংমার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছালে ইমরানের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ ইমরান খান এই লংমার্চে ফের অংশ নিচ্ছেন।

এর নেতৃত্ব দিচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি। এদিকে সমর্থকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় ইমরান জানান, সত্যিকারের স্বাধীনতা না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি। 

টিএইচ

Link copied!