Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খেরসন ফিরে পেয়ে ইউক্রেনীয়দের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২২, ০৩:৩৭ পিএম


খেরসন ফিরে পেয়ে ইউক্রেনীয়দের উল্লাস

দখলকৃত খেরসন শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহারের পর শুক্রবার (১১ নভেম্বর) অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা। দেশটির সেনাবাহিনীরা শহরে প্রবেশের পর উল্লাস করতে দেখা গেছে খেরসন বাসিন্দাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেরসনের বাসিন্দারা পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস করছেন ও স্লোগান দিচ্ছেন।

শনিবার (১২ নভেম্বর) যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন, আমরা দেশের দক্ষিণাঞ্চল ফিরে পাচ্ছি, আমরা খেরসন ফিরে পাচ্ছি।

খেরসনের এক বাসিন্দা বলেন, খেরসন এখন মুক্ত। এটি একটি ভিন্ন সকাল। প্রত্যেকে এই সকালের জন্য কেঁদেছে। তিনি আরও বলেন, ইউক্রেনীয় সেনাদের সবাই আলিঙ্গন করতে চায় এই আনন্দঘন মূহুর্তে।

এবি

Link copied!