নভেম্বর ১৩, ২০২২, ১০:৩৫ এএম
মিশরে নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ডা. শেরিফ মাকিন এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদে।
তবে এ এলাকায় দুর্ঘটনার খবর নতুন নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জনের মৃত্যু হয়, আহত হন ৩০ জন।
অক্টোবরে মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। সূত্র: ইজিপ্ট টিভি
এবি