Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নেপালের ভূমিকম্পে কেঁপে ওঠল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ১০:৪০ এএম


নেপালের ভূমিকম্পে কেঁপে ওঠল দিল্লি

নেপালে শনিবার (১২ নভেম্বর) রাতে ৫.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এতে ভারতের রাজধানী দিল্লিসহ পাশের প্রদেশ উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত ৮টা দিকে দিল্লিতে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। এ সময় অনেকে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন। পার্শ্ববর্তী নয়ডা এবং গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

এ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কেঁপে উঠল ভারতের রাজধানী। গত ৯ নভেম্বর ভোর রাতে কেঁপে উঠেছিল দিল্লি। সেবারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল।

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। রিখটর স্কেলে মাত্রা ছিল ৬.৪। ওই ভূমিকম্পে নেপালে মারা গিয়েছিল ৬ জন, আহত হন ৮ জন। সূত্র: আনন্দবাজার পত্রিকার

এবি

Link copied!