Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইস্তাম্বুলের সড়কে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৩, ২০২২, ০৯:০৪ পিএম


ইস্তাম্বুলের সড়কে বিস্ফোরণে নিহত ৬, আহত ৫৩

তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিনিউতে বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইস্তিকলাল অ্যাভিনিউয়ে যে বিস্ফোরণ হয়েছে, তাতে ৬ জন প্রাণ হারিয়েছেন এবং ৫৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও পুলিশ কাজ করছে। তবে, বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

এদিকে বিস্ফোরণের পর ওই এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।

ইএফ

Link copied!