Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাসস্ট্যান্ড দেখতে মসজিদের মতো, গুঁড়িয়ে দেয়ার ‍হুমকি বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২২, ১০:৪০ এএম


বাসস্ট্যান্ড দেখতে মসজিদের মতো, গুঁড়িয়ে দেয়ার ‍হুমকি বিজেপির

বাসস্ট্যান্ড দেখতে মসজিদের মতো হওয়ায় তা বুল ড্রেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপির এক সংসদ সদস্য। তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হতেই সরব হয়েছে কর্ণাটকের বিরোধী দল কংগ্রেস। বিজেপি সংসদ সদস্যের মন্তব্য নির্বোধের মতো বলে আখ্যা দিয়েছে তারা। খবর এনডিটিভির।

প্রতাপ সিংহ নামে ওই সংসদ সদস্য বলেন, ইঞ্জিনিয়ারদের জানিয়েছি, হাতে ৩-৪ দিন সময় রয়েছে। এর মধ্যে ওটা না ভাঙলে আমি নিজেই বুল ড্রেজার চালিয়ে বাসস্ট্যান্ডটি ভেঙে গুঁড়িয়ে দেব।

যে বাসস্ট্যান্ড নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এই সংসদ সদস্য সেটি কর্ণাটকের মাইসুরু-উটি রোডে রয়েছে। বিজেপি সংসদ সদস্যের এমন মন্তব্যের পর কর্ণাটকের প্রদেশের কংগ্রেস প্রধান সেলিম আহমেদ বলেন, তিনি নির্বোধের মতো মন্তব্য করেছেন। যেসব সরকারি অফিসে গম্বুজ রয়েছে, সেগুলোও কি তিনি গুঁড়িয়ে দেবেন?

এর আগেই বিজেপির এই নেতা হিজাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করে উত্তাপ ছড়িয়েছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভের সময় তার মন্তব্য ছিল, ভালো চাকরি করার জন্য কলেজে আসে সবাই। তবে এই শিক্ষার্থীরা কলেজে আসে হিজাব দেখাতে সেখানে যান।

ইএফ

Link copied!