Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৫, ২০২২, ১১:৩৬ এএম


এবার ১০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

সম্প্রতি কর্মী ছাঁটাই করে আলোচনায় আসে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরপর একই পথে হাটে ফেসবুকের মূল কোম্পানি মেটা। তারা ১১ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানায়। এবার বিশ্বের শীর্ষস্থানীয় আরেক প্রতিষ্ঠান অ্যামাজন তাদের কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে দশ হাজার কর্মী ছেড়ে দেবে অ্যামাজন। কোম্পানির কর্পোরেট ও প্রযুক্তিগত বিভাগ থেকে এসব কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

আরেকটু পরিষ্কারভাবে বললে অ্যালেক্সা ভয়েস-অ্যাসিস্ট টুল তৈরি করে এমন কোম্পানির ডিভাইস বিভাগে ছাঁটাই হবে। ছাড়া সংস্থার রিটেইল বিভাগ ও মানবসম্পদ বিভাগ থেকে বাদ পড়বেন অনেকে।

এ ব্যাপারে যদিও অ্যামাজন এখনও কিছু বলেনি। বা মোট কত সংখ্যক কর্মী ছাঁটাই হবে তাও বলেনি। তবে, অনুমান করলে এ সংখ্যা অ্যামাজনের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ।

মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি তেমন ভালো না যাওয়ায় অন্যান্য প্রতিষ্ঠানের মতো অ্যামাজনও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, চলতি বছর যুক্তরাজ্যে নতুন ৪ হাজার জনের স্থায়ী চাকরির ব্যবস্থা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ হয়ে গেছে। সূত্র: স্কাই নিউজ

কেএস 

Link copied!