নভেম্বর ১৯, ২০২২, ০৬:৩৯ পিএম
রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। শাখালিনে আংশিক ধসে পড়া একটি ৫ তলা ভবনের জঞ্জালের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর।
শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জরুরি বিভাগের কর্মীরা নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চালিয়ে যাচ্ছে, শনিবার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গ্যাস বিস্ফোরণের কারণেই ওই ভবনটি আংশিক ধসে পড়েছে বলে মনে করা হচ্ছে।
জরুরি বিভাগের এক সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে রুশ তদন্ত কমিটি।
টিএইচ