Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মালয়েশিয়ায় সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ০৯:২২ পিএম


মালয়েশিয়ায় সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ

মালয়েশিয়ায় সরকার গঠনের ব্যাপারে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ চলছে। রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ সরকার গঠনের ব্যাপারে সময়সীমা বেধে দেয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া অনেক বেশি গতি পেয়েছে।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এবং বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের মধ্যে সরকার গঠন নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং এতে এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু কোন দলই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ইয়াসিন মহিউদ্দিন এবং আনোয়ার ইব্রাহিম দুজনই দাবি করছেন যে, তাদের হাতে সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যক সংসদ সদস্যের সমর্থন রয়েছে।

মালয়েশিয়ার সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি প্রেক্ষাপটে রাজা আব্দুল্লাহ দলগুলোকে আরো ২৪ ঘন্টা সময় দিয়েছেন। বেঁধে দেয়া নতুন সময়সীমা অনুযায়ী মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো সরকার গঠনের সময় পাবে।

এবারের নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট ৮২টি আসনে বিজয়ী হয়েছে, অন্যদিকে ইয়াসিন মহিউদ্দিনের পেরি কাতান ন্যাশনাল কোয়ালিশন পেয়েছে ৭৩টি আসন।

মালয়েশিয়ার জাতীয় সংসদে ২২২টি আসন রয়েছে। কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হলে কমপক্ষে ১১২ জন সংসদ সদস্যের সমর্থন পেতে হবে। এ অবস্থায় আনোয়ার ইব্রাহিমকে সরকার গঠন করতে হলে তার আরও ৩০ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। বারিসান ন্যাশনালের হাতে রয়েছে ৩০টি আসন। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!