Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

চীনে কারখানায় আগুনে ৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২২, ২০২২, ১০:৩৬ এএম


চীনে কারখানায় আগুনে ৩৬ জনের মৃত্যু

চীনের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুজন।

সোমবার (২২ নভেম্বর) বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর সিনহুয়ার।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ১১টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগুনে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও আগুন লাগার ঘটনায় সন্দেহভাজন কয়েক জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

Link copied!