Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধস, ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৮, ২০২২, ১২:০৮ পিএম


ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধস, ১৪ জনের মৃত্যু

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত লোকজনের ওপর ভূমিধসের ঘটনা ঘটে। রোববার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ইয়াউন্ডের পূর্বাংশে শ্রমিক অধ্যুষিত এলাকা দামাসে এ ঘটনায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় রাত ১০টার দিকে তল্লাশি অভিযান বন্ধ ঘোষণা করা হয়। সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে আবার অভিযান শুরু হয়েছে।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহগুলোকে সেন্ট্রাল হাসপিটালে পাঠানো হয়েছে। এখনও কেউ নিখোঁজ আছে কি-না তার খোঁজ করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েক ডজন লোক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ২০ মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় শেষকৃত্যানুষ্ঠান চলাকালে মাটির খণ্ড তাদের ওপর ধসে পড়ে।

প্রসঙ্গত, ইয়াউন্ডেতে আফ্রিকার অন্যতম স্যাঁতসেঁতে শহর এবং এটি কয়েক ডজন খাড়া পাহাড়বেষ্টিত। চলতি বছর ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ক্যামেরুন, যা অবকাঠামোগত ক্ষতি করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

টিএইচ

Link copied!