Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৯ মাসে ১৬০ জেনারেল কর্নেল হারিয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২, ২০২২, ০৩:২৮ পিএম


৯ মাসে ১৬০ জেনারেল কর্নেল হারিয়েছেন পুতিন

ইউক্রেনে হামলা চালানো শুরু করার পর থেকে গত ৯ মাসে ১৬০ জন জেনারেল-কর্নেলসহ দেড় হাজারের বেশি সামরিক কর্মকর্তাকে হারিয়েছেন ভ্লাদিমির পুতিন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য উৎস থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইউক্রেনের ক্ষেত্রে এ সংখ্যাটি ৫ হাজার ৩৯৭ বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

গত মাসের শুরুর দিকে মার্কিন শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছিলেন, ৯ মাসের এই যুদ্ধে উভয়পক্ষের এক লাখ করে সেনা সদস্য হতাহতের শিকার হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সম্প্রতি দাবি করেন, রাশিয়া এ যুদ্ধে ৮৭ হাজারের বেশি সেনা হারিয়েছে। ইউক্রেনে রাশিয়ার প্রচুর অস্ত্রশস্ত্র ও সামরিকযানের ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপুলসংখ্যাক সেনাসদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৬০ জন জেনারেল ও কর্নেল রয়েছেন। সূত্র: খবর দ্য ইন্ডিপেনডেন্ট ও হিন্দুস্তান টাইমস

এবি

Link copied!