Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২২, ০৯:০৩ পিএম


মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান

পাকিস্তানের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী মুসাদিক মাসুদ মালিক বলেছেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা পরোয়া করবে না পাকিস্তান। তারা সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নন। কারণ  তাদের কাছে জ্বালানি কেনার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা রয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, রাশিয়ার একটি প্রতিনিধিদল আগামী ২০ জানুয়ারি পাকিস্তান সফর করবে।

তিনি বলেন, সম্প্রতি পাকিস্তান সরকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একশ‍‍` কোটি ডলার ঋণ পরিশোধ করেছে। রাশিয়া কম দামে পাকিস্তানকে জ্বালানি সরবরাহ করতে রাজি হয়েছেন বলে জানান এই মন্ত্রী।

জ্বালানি তেল ও গ্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রাশিয়ায় গিয়েছিলেন মুসাদিক মালিক। তার মতে, রাশিয়া সফর থেকে তারা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার মাসখানেক আগেই জানিয়েছিলেন, রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কেনার কথা ভাবছে পাকিস্তান।

সে সময় তিনি ভারতের প্রসঙ্গ তুলে জানিয়েছিলেন, ইসলামাবাদেরও অধিকার আছে মস্কো থেকে এই সুযোগ নেওয়ার।

পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ভারত অনেক দিন ধরেই রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কিনছে। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!