Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়ালো ইরান ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২২, ০৯:২১ পিএম


অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়ালো ইরান ও পাকিস্তান

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাকিস্তান নিজেদের মধ্যকার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়িয়েছে। অনেক আগে থেকেই দেশ দুটির মধ্যে এই চুক্তি থাকলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে তা মূলত চাপা পড়েছিল।

ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ কলিবফ গতকাল (মঙ্গলবার) জানান, ইরান এবং পাকিস্তানের মধ্যে যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে তাতে নতুন করে আরো অনেক পণ্য যুক্ত করা হয়েছে। এর ফলে বিনাশুল্কে অথবা নামমাত্র শুল্কে এখন থেকে দুই দেশ আগের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ পণ্য লেনদেন করতে পারবে।

কলিবফ জানান, এসব পণ্য লেনদেনের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপের চার বছর পর ইরান ও পাকিস্তানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পরিসর বাড়ানো হলো। তিনি জানান, এখন পাকিস্তান থেকে ৫৭০ রকমের পণ্য আমদানির ক্ষেত্রে ইরান শুল্ক ছাড় পাবে এবং ইরান থেকে ৭৫০টি পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তান শুলকো ছাড়ের সুবিধা নিতে পারবে।

২০০৪ সালের মার্চ মাসে ইরান এবং পাকিস্তানের মধ্যে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই হয়েছিল। সে সময় পাকিস্তান ৩০৯টি পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেয়। এর বিপরীতে ইরান ৩৩৮টি পণ্যের ওপর শুল্ক কমিয়ে দেয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরান তেলবহির্ভূত যে সমস্ত পণ্য রপ্তানি করে পাকিস্তান হচ্ছে তার সপ্তম বৃহৎ ক্রেতা। দেশটি ইরান থেকে গত অক্টোবর পর্যন্ত সাত মাসে ৭০ কোটি ৪০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। ইরানের শুল্ক অফিস এই তথ্য জানিয়েছে। এর বিপরীতে একই সময়ে পাকিস্তান ইরানে রপ্তানি করেছে ৫৬ কোটি ৩০ লাখ ডলারের পণ্য। সূত্র: পার্সটুডে

এবি

Link copied!