Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

রুশ হামলায় ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২২, ০১:১৯ পিএম


রুশ হামলায় ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন: জেলেনস্কি

রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১০ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালানোয় অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। রাশিয়ার সারাতভ শহরের এনগেলস বিমানঘাঁটিতে রাখা রুশ বোমারু বিমান এ হামলা চালায়।’

অঞ্চলটির বিদ্যুৎ কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, শুক্রবারের হামলার পরে মেরামত করতে কয়েক সপ্তাহ সময় লাগবে, এতে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে।

ওই অঞ্চলের গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, রাশিয়া শুক্রবার রাতভর ‘কামিকাজে ড্রোন’ দিয়ে শহরটিতে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।

তিনি বলেন, হামলার ফলে আমাদের অঞ্চলের প্রায় সব জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

কিয়েভ বলেছে, ওডেসাসহ যুদ্ধ-বিধ্বস্ত দেশের দক্ষিণ অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বিদ্যুৎ গ্রিডে ধারাবাহিক রাশিয়ান হামলার সর্বশেষ লড়াইয়ের কয়েক দিন পরে সবচেয়ে খারাপ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে।

টিএইচ

Link copied!