Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইয়েমেনের ১১ হাজারের বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে: ইউনিসেফ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১২, ২০২২, ০৪:১৩ পিএম


ইয়েমেনের ১১ হাজারের বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে: ইউনিসেফ

জাতিসংঘের আন্তর্জাতিক শিশু বিষয়ক জরুরি তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত ১১ হাজারের বেশি শিশু নিহত কিংবা পঙ্গু হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আরব মিত্ররা ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল আজ সোমবার বলেছেন, ইয়েমেনের হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার শিশু নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়েছে। একই রকমভাবে হাজারো শিশু ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষের মুখে পড়ে এখন মৃত্যু পথযাত্রী। ক্যাথরিন রাসেল বলেন, ইয়েমেনে শিশু মৃত্যুর সত্যিকারের সংখ্যা আমরা যা ধারণা করি তার চেয়ে অনেক বেশি।

তিনি জানান, ইয়েমেনের ২২ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে যাদের চারভাগের এক ভাগের বয়স পাঁচ বছরের কম। এসব শিশুর বেশিরভাগই কলেরা, হাম এবং আরো কিছু রোগের চরম ঝুঁকি মুখে রয়েছে অথচ; এইসব রোগ ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা সম্ভব।

সৌদি নেতৃত্ব আরব  জোট ইয়েমেনের ওপর আগ্রাসন শুরু করার পর এ পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ ও শিশু নিহত হয়েছে। এসব মানুষকে সৌদি আরব বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অথবা গুলি করে হত্যা করেছে।

এছাড়া, মাইন বিস্ফোরণ কিংবা ও নিরাপদ পানি পান না করার কারণে আরো হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রচণ্ড ক্ষুধা ও দুর্ভিক্ষের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে।

ইএফ

Link copied!