Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ইইউ-ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২২, ০৮:১৪ পিএম


ইইউ-ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দেবে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি জানিয়েছেন, শিগগিরই তার দেশ ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

সোমবার (১২ ডিসেম্বর) তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের একটি তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। ইরান এসব দেশের অগঠনমূলক আচরণের সময়োচিত জবাব দেবে।

কানয়ানি বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন ভিত্তিক বিভিন্ন ফার্সি টিভি চ্যানেলের অপতৎপরতার দায় লন্ডন অস্বীকার করতে পারে না। তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে যেসব অপরাধমূলক তৎপরতা চালানো হচ্ছে, তার জন্য আইনি জবাবদিহিতা জরুরি এবং ইরানি নাগরিকদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, কোনো চাপের কাছে ইরান নতিস্বীকার করবে না এবং কোনো ধরনের ছাড় দেবে না।

এবি

Link copied!