ডিসেম্বর ১৩, ২০২২, ১১:৫৮ এএম
যুক্তরাজ্যের ওয়েলসে মার্কিন মালিকানাধীন একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ফিলিস্তিনের অধিকারকর্মীরা।
এ কারখানায় উৎপাদিত অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে ইসরাইল।
প্যালেস্টাইন অ্যাকশন নামে যুক্তরাজ্যে বসবাসরত ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনের সদস্যরা গত ৯ ডিসেম্বর হাতুড়ি নিয়ে টেলেডাইন ল্যাবটেক নামে অস্ত্র কারখানাটিতে হামলা চালান।
এ সময় তারা কারখানার বাইরে লাল রঙ দিয়ে স্প্রে করে এবং ভেতরে প্রবেশ করে একটি ভবনে হামলা চালান।
প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা জানান, এ কারখানার অস্ত্র দিয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করছে ইসরাইল।
এ তথ্য জানার পর মানবাধিকারকর্মীরা কারখানায় হামলা চালান। সূত্র: জেরুজালেম পোস্ট
এবি