Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

ভারতে মদপানে ৬৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০২:২২ পিএম


ভারতে মদপানে ৬৫ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। বিহারের সারণ জেলার চাপড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। মৃতদের অধিকাংশই সারণের মারোদা থানার মাশরাখ, ইশুয়াপুর ও আমানুর গ্রামের।

শুক্রবার বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই ঘটনা নিয়ে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বিহারের সরকার ও রাজ্য পুলিশের মহাপরিচালকের (ডিজিপি) প্রতি নোটিশ ইস্যু করেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিষাক্ত মদপানের এ ঘটনায় মৃতদের অধিকাংশই সারণের মারোদা থানার মাশরাখ, ইশুয়াপুর ও আমানুর গ্রামের।

পুলিশের সন্দেহ, গ্রামগুলোর বাসিন্দারা স্থানীয় একটি সাধারণ দোকান থেকে ওই মদ কিনেছিল। মৃতদের স্বজনরা জানিয়েছেন, বহু লোক ওই দেশি মদ পান করেছিল।

এআই

Link copied!