Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৮, ২০২২, ০১:৪৮ পিএম


ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর

ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী শাজিয়া মারি। পাকিস্তানি সম্প্রচারমাধ্যম বোল নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (১৭ ডিসেম্বর) সিন্ধের প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য এবং পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য সাজিয়া মারি এই হুমকি দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ‘অশালীন’ মন্তব্যের মাত্র একদিন পর সাজিয়া এমন হুমকি দিলেন।

সাজিয়া মারি বলেছেন, ‘ভারতের ভুলে গেলে চলবে না যে, পাকিস্তানেরও পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এসব অস্ত্র হাতে নিয়ে নীরবে বসে থাকার জন্য তৈরি করা হয়নি।’  

এর আগে, গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমি জয়শঙ্করকে মনে করিয়ে দিতে চাই, ওসামা বিন লাদেন মারা গেছে। তবে গুজরাটের কসাই এখনও বেঁচে আছে। তিনি এখন ভারতের প্রধানমন্ত্রী।’

বিলওয়াল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার আগে তার (নরেন্দ্র মোদি) এই দেশে (যুক্তরাষ্ট্রে) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এরা হলেন আরএসএসের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, যারা হিটলারের এসএস থেকে অনুপ্রেরণা নিয়ে সৃষ্ট। ভারত সরকার মহাত্মা গান্ধীর মতাদর্শে বিশ্বাস করে না বরং তার গুপ্তঘাতকের মতবাদে বিশ্বাসী।’

এদিকে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এমন মন্তব্য খুবই নিচু মানসিকতার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই ১৯৭১ সালের এই দিনটিকে (১৬ ডিসেম্বর) ভুলে গেছেন, যা পাকিস্তানি শাসকদের দ্বারা বাঙালি ও হিন্দুদের ওপর চালানো গণহত্যার প্রত্যক্ষ ফলাফল ছিল। দুর্ভাগ্যবশত, পাকিস্তান এটি স্বীকার করে বলে মনে হয় না।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এমন অসভ্য আক্রোশ সন্ত্রাসবাদী এবং বিদেশি প্রভুদের দ্বারা পাকিস্তানের ব্যবহৃত হওয়ার ফলে ক্রমবর্ধমান অক্ষমতার ফলাফল বলেই মনে হচ্ছে।’

কেএস 

Link copied!