Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৩:৩৩ পিএম


ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে উত্তর কোরিয়া দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, প্রায় ৫০ মিনিটের ব্যবধানে রোববার (১৮ ডিসেম্বর) সকালে উত্তর কোরিয়ার টংচ্যাং-রি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তশিরো ইনো রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোববার (১৮ ডিসেম্বর) সকালে পিয়ংইয়ং ৫০০ কিলোমিটার দূরপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। খবর স্পুটনিকের।

জাপান কোস্টগার্ড জানায়, প্রথম পরীক্ষাটি চালায় রোববার ভোরে। এর ৪০ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

এর পরই জাপান সাগরে চলাচলকারী জাহাজগুলোকে সাবধানে চলাচল করতে সতর্ক করা হয়।  

উল্লেখ্য, এ বছরের মাঝামাঝি সময় থেকে উত্তর কোরিয়া বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে। এর বেশিভাগই গিয়ে আছড়ে পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশে।

টিএইচ

Link copied!