Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইরাকে বোমা বিস্ফোরণ, ৮ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ০৬:৪৪ পিএম


ইরাকে বোমা বিস্ফোরণ, ৮ পুলিশ কর্মকর্তা নিহত

ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় শহর কিরকুকের কাছে বোমা বিস্ফোরণে অন্তত আট ইরাকি ফেডারেল পুলিশ নিহত হয়েছেন। পাশাপাশি দু’জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছেন, কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যরা পুলিশি কনভয়ে করে যাচ্ছিলেন। সেইসময় বিস্ফোরণ ঘটে।

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিলো। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলো ইরাকের নিরাপত্তা বাহিনী।

কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলো ইরাকের সরকারি বাহিনী। এরপর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার। সূত্র: আল জাজিরা

টিএইচ

Link copied!