Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কানাডায় বন্দুক হামলা, বন্দুকধারীসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০২:১৩ পিএম


কানাডায় বন্দুক হামলা, বন্দুকধারীসহ নিহত ৬

কানাডার টরেন্টো রাজ্যের উত্তরে ভুয়াগান শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এত বন্দুকধারীসহ ৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে ইয়র্ক অঞ্চলের পুলিশ।

সোমবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য একজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবাসিক এলাকার একটি ভবনের মধ্যে একজন পুরুষ স্যুটার ছিল। গোলাগুলির আগেই সেখানে পুলিশকে ডাকা হয়।

পরবর্তীতে সেখানে গিয়ে পুলিশ ওই বন্দুকধারীকে ধরার জন্য গুলি চালালে এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

কী উদ্দেশ্যে ওই বন্দুকধারী সেখানে আশ্রয় নিয়েছিল তার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ। এছাড়া স্থানীয়দের নিরাপত্তায় পুলিশ এ ঘটনার বিস্তারিত কিছু জানায়নি। সূত্র: রয়টার্সের।

এসএম

Link copied!