Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য ‘সন্ত্রাসী’ হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৯:০০ পিএম


ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য ‘সন্ত্রাসী’ হামলায় নিহত

‘সন্ত্রাসী’ হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

বার্তা সংস্থাটি জানায়, পাকিস্তানি সীমান্তের কাছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান অঞ্চলে চালানো সন্ত্রাসী হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কোরের সদস্যরা নিহত হন।

অঞ্চলটি ইরানের সবচেয়ে দরিদ্রতম এবং বেলুচি সংখ্যালঘুদের আবাসস্থল, যারা শিয়াপ্রধান ইরানে সুন্নি ইসলামকে মেনে চলেন।

হামলাকারীদের বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়ে ইরনা জানায়, নিরাপত্তা বাহিনীর শক্তিশালী উপস্থিতির কারণে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের পালাতে বাধ্য হয়।

এলাকাটিতে এর আগেও মাদক চোরাচালান চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু ও সুন্নি মুসলিম সমর্থিত চরমপন্থী গোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

১৬ সেপ্টেম্বর রাজধানী তেহরানে মাহসা আমিনির নীতি পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকে সারাদেশের মতো সিস্তান-বেলুচিস্তানেও সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে মানুষ। সূত্র: এএফপি

এবি

Link copied!