Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

২০২৩ সালে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড গড়তে পারে

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২০, ২০২২, ১১:৫৮ এএম


২০২৩ সালে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড গড়তে পারে

গত বছরের তুলনায় আগামী বছর তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে, যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পৃথিবীরে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

এর কারণ হিসেবে বলা হচ্ছে পৃথিবীর মধ্যে থেকে বয়ে যাওয়া `লা লিলা’ তিন বছর পর প্রাকৃতিক নিয়মের শেষ হয়ে যায়। ফলে শীতের মাত্রা কমে গিয়ে পৃথিবীর উষ্ণতা বাড়ে। এর ফলে মানুষ যেমন আক্রান্ত হবে তেমনি জলবায়ুতে বিশাল প্রভাবে ফেলবে।

বৈজ্ঞানিক উপাত্তে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শিল্প বিপ্লবের পর থেকে অর্থাৎ ১৭৫০ থেকে শুরু করে ১৯০০ সাল পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার।  

পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ সালে গড় তাপমাত্রা বেড়ে ১.০৮ থেকে ১.৩২ সেলসিয়ার ডিগ্রি পর্যন্ত হতে পারে।

১৯৫০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০১৬ সালে। তখন আবহাওয়াবিদরা বলেন, ‘এল নিনো’ নামে পরিচিত আবহাওয়ার ঘটনাটি বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়েছে। সূত্র: বিবিসি

এবি

Link copied!