Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তালেবানের দখলে পাকিস্তানের একটি থানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২২, ০২:১৪ পিএম


তালেবানের দখলে পাকিস্তানের একটি থানা

পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে হেফাজতে থাকা ৩০ জনেরও বেশি জঙ্গি একটি থানার দখল নিয়েছে। রোববার তারা সেখানকার দায়িত্বরতদের পরাস্ত করে এবং অস্ত্র ছিনিয়ে নেয়। সেখানে এখন বেশ কয়েকজন কর্মকর্তা জিম্মি রয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। কর্তৃপক্ষকে সীমান্ত এলাকায় আফগানিস্তানে যাওয়ার নিরাপদ পথের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। অন্যথায় পরিস্থিতির পুরো দায়ভার সেনাবাহিনীর ওপর বর্তাবে। আলজাজিরা।

নাম প্রকাশ না করার শর্তে বান্নু শহরের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘জিজ্ঞাসাবাদের সময় জঙ্গিদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং পরে সব কর্মীকে জিম্মি করে। তারা স্থল বা আকাশপথে নিরাপদে আফগানিস্তান যাওয়ার দাবি জানিয়েছে। তারা সব জিম্মিকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় এবং পরে জিম্মিদের আফগান সীমান্তে বা আফগানিস্তানের অভ্যন্তরে ছেড়ে দিতে চায়।’

এবি

Link copied!